নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ স্বৈরাচারী শেখ হাসিনার বিচার দাবিতে ডাকা অবস্থান কর্মসূচিতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত নেতাকর্মীদের স্মরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বক্তব্যের পূর্বে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নাম ধরে তাদেরকে স্মরণ করেন। এছাড়া অবস্থান কর্মসূচিতে কবিতা আবৃত্তি, দেশাত্মকবোধক গান পরিবেশন করেন ছাত্র নেতারা। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের উপস্থিতিতে ভরে যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ক্যাম্পাসে কোন অপরাজনীতি করতে দেয়া হবে না। কোন হল দখলের রাজনীতি করতে দেয়া হবেনা। ছাত্ররা যে রাজনীতি চায়, সেই রাজনীতি হবে ক্যাম্পাসে। ছাত্রলীগের সন্ত্রাসী নেতারা সাধারণ ছাত্রদের ব্যানারে গোপনভাবে সুশীল সেজে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি করছে। আমরা তাদের মুখোশ উন্মোচন করবো। নেতাকর্মীদের প্রতি সবার প্রতি সহানুভূতিশীল অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী-বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, ১৩ সালের ৫ মে শাপলা চত্ত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্র হত্যা, গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করেছিল স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন,কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংসতার মূল হোতা পলাতক খুনি হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের যথাযথ বিচার করতে হবে। তিনি বলেন,ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের হয়ে কাজ করবে। ছাত্রদল হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠ। ক্যাম্পাসে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠার সংগঠন।এ সময় অন্যান্যের মধ্যে আও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক শ্যামল মালুম সাংগাঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান,সহ সভাপতি রেহেনা আক্তার শিরিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।