নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় প্রবেশ করেন বিএনপি নেতারা। বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপি নেতাদের বহন করা প্রাইভেটকার যমুনায় প্রবেশ করে। বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শুরু হয়।মির্জা ফখরুল ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারই অংশ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা যুমনায় গিয়েছিলেন।বিকেল পাঁচটায় জামায়াতে ইসলামী ও সন্ধ্যা ৬টায় রয়েছে গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টির সাক্ষাৎ।গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে ১৪ সদস্যর নতুন অন্তর্বতীকালীন সরকার শপথ গ্রহণ করে।