শীর্ষ খবর ১১ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির পর ৩ সাংবাদিককে অব্যাহতি

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ জাতীয় প্রেস ক্লাব থেকে সাংবাদিক ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত ও শাহনাজ সিদ্দীকি সোমার সদস্যপদ বাতিল করা হয়েছে। তাদের ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের সদস্যপদ বাতিল করা হয়। একইসঙ্গে ক্লাবে সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।রবিবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের এক নোটিশে এসব তথ্য জানানো হয়েছে। প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় সবার সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয় বলেও নোটিশে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ।সদ্য সাবেক সংসদ সদস্য সাংবাদিক ফরিদা ইয়াসমিন প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক শ্যামল দত্ত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও শাহনাজ সিদ্দীকি সোমা প্রেস ক্লাবের সদস্য ছিলেন। সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদ আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশে জানানো হয়,- ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গত ১০ আগস্ট (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবরে পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেস ক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো।নো হয়, ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সহ সভাপতি হাসান হাফিজ সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner