শীর্ষ খবর ০৯ আগস্ট ২০২৪

জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। আজ শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, এ মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই যড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করবো। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি।ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে মোট ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন তাদের মধ্যে ১৪ জন। তিন জন ঢাকার বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner