আন্তর্জাতিক ০৭ আগস্ট ২০২৪

বাংলাদেশে হাইকমিশন-কনস্যুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বাংলাদেশে চলমান রাজনৈতিক সঙ্কটের মধ্যে ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজন নেই এমন কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত।এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিশেষ ফ্লাইটের মাধ্যমে ঢাকা থেকে চার শতাধিক ভারতীয় নাগরিককে ভারতে নিয়ে এসেছে। এছাড়া এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট বুধবার ঢাকা থেকে নয়াদিল্লিতে ছয় শিশুসহ ২০৫ জনকে নিয়ে আসে।এছাড়া বেশ কয়েকটি সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে এসেছেন।বুধবার ভারতের দু’টি সরকারি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে এবং পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর ভারত প্রতিবেশী বাংলাদেশে তার দূতাবাস এবং কনস্যুলেট থেকে সমস্ত অপ্রয়োজনীয় স্টাফ এবং তাদের পরিবারকে সরিয়ে নিয়েছে।তবে সমস্ত ভারতীয় কূটনীতিক বাংলাদেশে রয়েছেন এবং মিশনগুলো কার্যকর রয়েছে বলে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner