বাংলাদেশ ৩০ জুলাই ২০২৪

শপথ নিলেন ৯ বিচারপতি

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আজ শপথ নিলেন হাইকোর্টের ৯ জন বিচারপতি।শপথ নেয়া হাইকোর্টের স্থায়ী বিচারপতিরা হলেন: বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এ কে এম রবিউল হাসান।মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।এর আগে ২০২২ সালের ৩০ জুলাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পান ১১ জন অতিরিক্ত বিচারপতি। দুই বছর পর অতিরিক্ত সেই ১১ জন থেকে ৯ জনকে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। অন্যদিকে, ১১ জনের সাথে নিয়োগ পাওয়া দুই অতিরিক্ত বিচারপতি মো.আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি রেখে গেজেট প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner