খেলাধুলা ১৩ জুলাই ২০২৪

পুনর্গঠিত পাকিস্তানের নির্বাচক কমিটিতে টিকে গেলেন ইউসুফ ও শফিক

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

স্পোর্টস ডেস্কঃ পুনর্গঠিত পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক কমিটিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন দেশটির সাবেক দুই খেলোয়াড়  মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক।  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গঠিত নতুন এ  নির্বাচক  কমিটির প্রথম এসাইনমেন্ট হবে আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল নির্বাচন করা।সর্বশেষ টি-টোয়েন্টি বিশ^কাপের জন্য গঠিত পাকিস্তান  নির্বাচক কমিটিতে ছিলেন ইউসুফ ও শফিক। বিশ^কাপে ভরাডুবির কারনে সদ্য নির্বাচক কমিটি থেকে বরখাস্ত করা হয় ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে। তবে আগের কমিটিতে থাকা ইউসুফ ও শফিককে ধরে রেখেছে পিসিবি।বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর এবং মেগা ইেিবন্টে  পাকিস্তান দলের ব্যাটিং কোচ পদে ছিলেন ইউসুফ এবং টিম ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন রিয়াজ।নতুন কমিটিতে ইউসুফ-শফিক ছাড়াও লাল ও সাদা দুই ফরম্যাটে  দলের অধিনায়ক ও প্রধান কোচও থাকবেন। সাদা বলের দুই ফরম্যাটে কোচ গ্যারি কারস্টেন ও অধিনায়ক বাবর আজম এবং লাল বলের ক্রিকেটে কোচ জেসন গিলেস্পি ও অধিনায়ক শান মাসুদ কমিটিতে আছেন।  ফরম্যাট অনুযায়ী দল নির্বাচনের জন্য চূড়াস্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার পেয়েছেন কমিটির চারজন।এই নির্বাচন কমিটিকে পরামর্শ দিতে পারবেন সহকারী কোচ আজহার মাহমুদ। এছাড়াও আরও চারজনকে নির্বাচন ছাড়াই সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এরমধ্যে আছেন- পিসিবির চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, পারফরম্যান্স বিশ্লেণ ও দলীয় কৌশল বিভাগের ডিরেক্টর হাসান চিমা, হাই পারফরম্যান্স (এইচপি) ডিরেক্টর নাদিম খান ও আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক উসমান ওয়াহলা।পুনর্গঠিত কমিটি বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষনা করবে। যা বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের অংশ।বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট থেকে করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে পাকিস্তান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner