নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
দোহা: ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা শেষে দোহা ত্যাগ করেছেন।আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র এ কথা জানিয়েছে।আলোচনাটি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, ডেভিড বার্নের নেতৃত্বে ইসরায়েলি প্রতিনিধি দল শুক্রবার দোহা ত্যাগ করেছে। এর আগে তারা গাজায় যুদ্ধবিরতি বিষয়ক হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারের মধ্যস্থতকারীদের সাথে বৈঠক করেন।উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে বড়ো ধরনের হামলা চালায়। একইদিন ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের অব্যাহত এ হামলায় নিহত ফিলিস্তিনীর সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়ে গেছে।এদিকে যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে গত কয়েকমাস ধরেই নানা ভাবে আলোচনা চালানো হচ্ছে। কিন্তু এ পর্যন্ত কাঙ্খিত লক্ষ্য অর্জিত হয়নি।কারণ হামাসের দাবি, জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। কিন্তু ইসরায়েল জিম্মি মুক্তির বিনিময়ে মাত্র ছয়মাসের যুদ্ধবিরতিতে সম্মত।