নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
লন্ডন: যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবারের নির্বাচনে হেরে গেছেন।২০১০ সাল থেকে এমপি থাকা ট্রাস ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় নরফোক সাউথ ওয়েস্ট নির্বাচনী এলাকায় লেবারদের কাছে ৬৩০ ভোটে হেরেছেন।খবর এএফপি’র।২০২২ সালে মাত্র ৪৯ দিনের জন্য ক্ষমতায় ছিলেন তিনি। স্বল্প মেয়াদে এই ব্রিটিশ নেতা ক্ষমতায় থাকাকালিন আর্থিক সংকট দেখা দেয়।