আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
লন্ডনঃ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর প্রথম এক ঘণ্টার মধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও স্ত্রী অক্ষতা মূর্তি । স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি তাঁর নির্বাচনী আসন নর্থ ইয়র্কশায়ারের রিচমন্ড অ্যান্ড নর্থ এলারটনের একটি কেন্দ্রে ভোট দেন।সকাল ১০টার কিছু আগে ভোট দিয়েছেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। স্ত্রী ভিক্টোরিয়া শর্থীকে সঙ্গে নিয়ে নিজ নির্বাচনী আসন হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের একটি কেন্দ্রে ভোট দেন তিনি।বেলা ১১টার দিকে উত্তর-পূর্ব লন্ডনের কেন্দ্রে ভোট দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা এড ডেভিও।আজ যুক্তরাজ্যজুড়ে ৬৫০টি আসনের ৪০ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এবার ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটি ৬০ লাখ।পূর্ব লন্ডনের বার্কিং রিভার সাইড এলাকার রিভারগেট চার্চ ভোটকেন্দ্রের এক নির্বাচন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ভোট শুরুর প্রথম দুই ঘণ্টা ভোটারদের উপস্থিতি বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অফিস, অন্যান্য চাকরি বা ব্যবসার কাজে ব্যস্ততা বাড়ে। তাই তখন ভোটার উপস্থিতিও কমে। সন্ধ্যার পর সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি থাকে। এটা সব সময়ই হয়বাংলাদেশি–অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার দুটি নির্বাচনী আসন বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনিগ্রিন ও পপলার অ্যান্ড লাইম হাউস আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটারদের লাইন না থাকলেও দু-একজন করে আসছেন এবং ভোট দিচ্ছেন।স্মিথি স্ট্রিট স্কুল ভোটকেন্দ্রের বাইরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও স্বতন্ত্র প্রার্থী আজমাল মাশরুরের কর্মীদের উপস্থিতি দেখা গেছে। আজমাল মাশরুরের কর্মীদের হাতমাইকে মূলধারার দলগুলোকে ভোট না দিতে আহ্বান জানাতে দেখা যায়।