বাংলাদেশ ২৬ জুন ২০২৪

কারাগারের ছাদ ফুটো করে পালিয়েও রক্ষা পেলেন না ৪ ফাঁসির আসামি

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

বগুড়া: গভীর রাতে বগুড়া কারাগারের  ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত (ফাঁসি) চার কয়েদির পালানোর ঘটনা ঘটেছে। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।মঙ্গলবার (২৫ জুন) রাত ৩টার দিকে ছাদ কেটে রশির মাধ্যমে কয়েদিরা পলায়ন করেন৷ মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব আসামি হলেন- কয়েদিরা হলেন: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. নজরুল মজনু ওরফে মঞ্জু (৬৮) (কয়েদি নং- ৯৯৮/এ), নরসিংদীর মাধবদীর ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে মো. আমির হামজা ওরফে আমির হোসেন (কয়েদি নং- ৫১০৫/এ), বগুড়ার কাহালুর উলট্র পূর্বপাড়ার মো. মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৪) (কয়েদি নং- ৩৬৮৫/এ) ও একই জেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়ার মৃত ইসরাইল শেখের ছেলে মো. ফরিদ শেখ (৩০) (কয়েদি নং-৪২৫২/এ)।বুধবার (২৬ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।তিনি বলেন, গত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে রাত সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।তবে বগুড়া জেলা কারাগার থেকে এ বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner