আন্তর্জাতিক ২৩ জুন ২০২৪

তুরস্কে দাবানলে ১২ জনের প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

সিনার,তুরস্ক: তুরস্কের কুর্দি প্রধান দক্ষিণ-পূর্বে এক ব্যাপক দাবানল ১২ জনের প্রাণহানি ও ৭৫ জনেরও বেশি আহত হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। শুষ্ক অঞ্চল জুড়ে আগুনে শত শত প্রাণী মারা গেছে। আগুন সিরিয়ার সীমান্তবর্তী দিয়ারবাকির এ মারদিন নগরীর মধ্যে পোড়া ও কালো জমির বিশাল এলাকা ছেড়ে গেছে। খবর এএফপি’র।স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেন, ১২ জন মারা  গেছে ও ৭৮ জন আহত হয়েছে । পাঁচজনকে নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এএফপি’র প্রত্যক্ষদর্শী এক সংবাদদাতা জানান, বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুতইা পাঁচটি গ্রামের জন্য হুমকি হয়ে দাড়ায়। শুক্রবার একটি  গ্রামের কাছে নতুন করে একটি দাবানল ছড়িয়ে পড়লে, তা নিয়ন্ত্রণে আনা হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner