নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ রাজধানীর বনানীতে বিনিময় পরিবহনের বাস চাপা দিয়ে এক মোটরসাইকেল আরোহীকে বেশ কিছুদূর টেনে নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের।শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বনানী ২৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আনুমানিক ৫৫ বছর বয়সী আক্কাসের গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি আগে সরকারি চাকরি করতেন। বর্তমানে এসকিউ ক্যাবলসে টান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাজপাতালে নেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি কাজী সাহান হক। তিনি বলেন,বেলা সাড়ে ১১টার দিকে বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। এ সময় হঠাৎ বিনিময় পরিবহনের একটি বাস বাইকটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আক্কাস নিহত হন। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।