সিলেট ০৭ জুন ২০২৪

সামাজিক উন্নয়নে সমাজ সেবিদের অবদান জাতি যুগযুগ ধরে স্মরণ রাখবে: মো. দেলোয়ার হোসেন খান

post

হিউম্যান রাইটস্ ওয়াস্ট ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১০জন মানব হৈতসী গুনিজনের সংবর্ধনা গতকাল (৪জুন) কেমুসাসের সাহিত সভা কক্ষে বেলা ৩টায় অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হিউম্যান রাইটস্ ওয়াস্ট ট্রাস্ট অব বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান বলেন, সামাজিক উন্নয়নে সমাজ সেবিদের অবদান জাতি যুগযুগ ধরে স্মরণ রাখবে। সমাজসেবিদের অবদানে সমাজ এগিয়ে যাচ্ছে। সমাজকে এগিয়ে নিতে তারা গুরুতপূর্ণ ভূমিকা রাখছেন। সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে কাজ আমাদের গুণীজনরা। একজন সমাজকর্মী হিসেবে সমাজ পরিবর্তনের সূচনা করে দেশের সার্বিক উন্নয়নের গুণমান বজায় রাখতে নিরলস প্রচেষ্টা করেন। 

হিউম্যান রাইটস্ ওয়াস্ট ট্রাস্ট অব বাংলাদেশ’র জেলা সাখার সভাপতি মো. শহিদুর রহমানের সভাপতিত্বে ও বিভাগীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ওবায়দুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি লেখক মায়াবন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদেও প্রতিষ্ঠাতা সভাপতি একে আজাদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্ট’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চ কেন্দ্রীয় মহাসচিব সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, পীরমহল্লা গৌছ উদ্দিন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার পীর। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ট্রাস্ট’র জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, গৌছুল আলম, কবি রুকসানা খানম, জামিল আহমেদ, আব্দুর রহিম লাল, আব্দুল হাসিম, আব্দুস সামাদ, শিব্বির আহমদ, জুবায়ের আহমদ শারজন, রত্না বেগম, হাওয়া বেগম। 

সংবর্ধিত গুণীজনের বক্তব্য রাখেন এ এস এম এনামুল হক, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মাহবুব আলম, আব্দুল মতিন চৌধুরী টিপু, এরশাদুর রহমান সাব্বির, মোহাম্মদ সাজোয়ার হোসেন খান বাবর, হাফিজ ইমরান আহমদ দিলওয়ার, মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান সাকিব, মো. শাহিন আহমদ, মো. কামরুল হাসান,শাহিন আহমদ প্রমুখ।

সভায় বক্তারা দুর্যোগ কালীন সময়ে হিউম্যান রাইটস্ ওয়াস্ট ট্রাস্ট অব বাংলাদেশ এর পক্ষ থেকে যে ভাবে কাজ করা হচ্ছে তা অত্যন্ত প্রসংশনীয় বলে দাবী করেন।

প্রেস বিজ্ঞপ্তি :  


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner