নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৪৭ হাজার বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন।বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বুলেটিনে জানানো হয়, সোমবার পর্যন্ত সর্বমোট ৪৬ হাজার ৯৮৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার সাতশ ৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৩ হাজার ২৪১ জন।হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১১৮টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৬টি, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি।এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।