নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ইরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরও ঘণ্টাখানেক বেঁচে ছিলেন এক আরোহী। তিনি সাহায্য চেয়ে যোগাযোগের চেষ্টাও করেছিলেন। তার নাম মোহাম্মদ আলী আল-হাশেম।হাশেম তাবরিজের জুমার ইমাম ছিলেন। এছাড়াও তিনি ছিলেন সর্বোচ্চ নেতার প্রতিনিধি।ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট এজেন্সি'র প্রধান মোহাম্মদ নামি'র মতে আল হাশেম দুর্ঘটনার পরেও পুরো একটি ঘণ্টা বেঁচে ছিলেন। এমনকি তিনি প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগেরও চেষ্টা করেছিলেন।আরোহীদের সনাক্ত করতে কোনো ডিএনএন টেস্টের প্রয়োজন নেই," বলেন নামি।হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। ক্রুসহ সর্বমোট নয়জন এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।সূত্র: বিবিসি