আন্তর্জাতিক ১৯ মে ২০২৪

রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

মিয়ানমার: মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ সীমান্তের কাছে আরও একটি শহর দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মি। দুই পক্ষের লড়াইয়ে ফের পালাচ্ছে রোহিঙ্গারা। আরাকান আর্মি জানায়, বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডাং শহরটি দখলে নিতে বেশ কিছু দিন ধরে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে লড়াই চলছিল। অবশেষে শনিবার সামরিক চেকপোস্টসহ পুরো শহরটির নিয়ন্ত্রণ নেয় তারা। এসময় দু’পক্ষের লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রাখাইনের অভ্যন্তরীণ শরণার্থী শিবিরে বাস করা ৬ লাখেরও বেশি রোহিঙ্গা। পুড়িয়ে দেয়া হয় তাদের অনেক ঘরবাড়ি। এ অবস্থায় অনেকেই পালাচ্ছেন প্রতিবেশি দেশগুলোতে। এর আগে, একই শহরে ২০১৭ সালে জান্তাবাহিনীর সহিংসতার শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাড়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner