বিনোদন ১৭ মে ২০২৪

খোলামেলা ছবিতে উষ্ণতা ছড়াচ্ছেন মধুমিতা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

বিনোদনঃ কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন নিজের নিত্যনতুন ছবি। সম্প্রতি এই অভিনেত্রীর কালো বিকিনি পরা ছবি সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। রীতিমত ছড়াচ্ছে উষ্ণতা।বৃহস্পতিবার (১৬ মে) পোস্ট করা সেসব ছবিতে ভক্তরা নিজেদের মন্তব্য জানাচ্ছেন। একজন লিখেছেন, উফফ গরম লাগছে পাখি।আরেকজন লিখেছেন, সূর্যের তাপ থেকে আগুন ঝরতেছে আবার তুমি ও আগুন ঝরাচ্ছো মধু। সবমিলিয়ে জ্বলে যাচ্ছি গো।প্রশংসার পাশাপাশি ছবিতে চোখে পড়েছে সমালোচনামূলক কমেন্টও। একজন লিখেছেন, দিদি বলছি আপনার ক্লান্ত লাগে না,না? না মানে রোজ রোজ এদিক ওদিক কাত হতে হতে হাপিয়ে যান না?প্রসঙ্গত, ভারতীয় সিরিয়াল ‘সবিনয় নিবেদন’ অভিনয় করে যাত্রা শুরু করেছিলেন মধুমিতা সরকার। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।একে একে অভিনয় করেছেন ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘কুসুম দোলা’র মতো ধারাবাহিকে। পাশাপাশি কাজ করেছেন ওয়েব সিরিজ ও সিনেমাতেও।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner