নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম আগে সিসিইউতে ছিলেন। মেডিকেল বোর্ড সেখান থেকে তাকে কেবিনে স্থানান্তর করেছে। কেবিনে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।এক প্রশ্নের জবাবে জাহিদ জানান, বুধবার রাতে খালেদা জিয়ার স্বাস্থ্যগত বেশ কয়েকটি জরুরি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে মেডিকেল বোর্ড এখন তাকে চিকিৎসা সেবা দিচ্ছে।এর আগে বুধবার রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।