আন্তর্জাতিক ০২ মে ২০২৪

চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

চীন: চীনে ভারী বৃষ্টিপাতের কারণে একটি এক্সপ্রেসওয়ের অংশ ধসে ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে বুধবার ভোররাত ২টা ১০ মিনিটে  এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার (২ মে) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বুধবার ভোররাত ২টা ১০ মিনিটের দিকে ভারী বৃষ্টিপাতের কারণে মেইঝো-ডাবু এক্সপ্রেসওয়েতে ধস নামে। এতে ২৩টি যানবাহন উল্টে মাটির সঙ্গে নিচে পড়ে যায়। ধসে পড়া এই অংশটির দৈর্ঘ্য ছিল ১৭.৯ মিটার।দক্ষিণ চীনের গুয়াংডংস প্রদেশের একটি বিপজ্জনক এলাকা মেইঝো। এপ্রিলের শেষের দিক থেকেই ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এলাকাটি। বৃষ্টির কারণে সেখানে ভূমিধস, বাড়িঘর প্লাবিত এবং ব্রিজ ধ্বংস হয়ে গেছে।সিনহুয়ার খবরে বলা হয়েছে, এই অঞ্চলে এমন বৃষ্টিপাতের আবহাওয়া অব্যাহত থাকায় নাগরিকদের জীবন বাঁচাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।উদ্ধারকাজের জন্য কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের টাস্ক ফোর্স পাঠানো হয়েছে বলে খবরে বলা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner