আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
বেইজিং: চীন বিতর্কিত দক্ষিণ চীন সাগরে রোববার সামরিক ‘যুদ্ধ মহড়া’ পরিচালনা করেছে। একই দিন ফিলিপাইন, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া যৌথ মহড়া চালায়। চীনের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।ফিলিপাইনসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিরক্ষা প্রধানরা রোববার এ অঞ্চলে যৌথ মহড়া পরিচালনা করবে বলে ঘোষণা দেওয়ার একদিন পরে চীন এমন মহড়া পরিচালনার কথা জানায়।বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড বলেছে, তারা দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ ও বিমান যুদ্ধ মহড়া পরিচালনা করে।তাদের এক বিবৃতিতে বলা হয়,‘দক্ষিণ চীন সাগরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলে এমন সকল সামরিক কর্মকান্ড নিয়ন্ত্রণে রয়েছে।এ জলসীমায় রোববার চালানো চীনের সামরিক তৎপরতা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।ফিলিপাইন ও জাপানের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের কয়েক দিন আগে চীন এ মহড়া পরিচালনা করলো।