বাংলাদেশ ২৮ মার্চ ২০২৪

মা হারালেন বিচারপতি ইনায়েতুর রহিম

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিমের মা নাজমা রহিম বুধবার (২৭ মার্চ) বেলা ৩টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ৩৪ সদস্যের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিমের স্ত্রী।বুধবার রাত পৌনে ১০টায় (তারাবির নামাজের পর) বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট সংলগ্ন মসজিদে জানাজার নামাজ শেষে লাশ দিনাজপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।জানা গেছে, মৃত্যুর আগে তিনি প্রায় এক মাস রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ২ ছেলে ও ৪ কন্যা রেখে গেছেন। তিনি দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা।যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner