বিনোদন ২০ মার্চ ২০২৪

পরিবার পাশে নেই অভিনেত্রীর, হাসপাতালের বিল মেটালেন ড্রাইভার

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

বিনোদনঃ গুরুতর অসুস্থ টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কিন্তু পাশে পেলেন না পরিবারের কাউকে। ধার করে হাসপাতালের বিল মেটালেন তার গাড়ি চালক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।কদিন ধরে অসুস্থ বাসন্তী চট্টোপাধ্যায়। চিকিৎসাধীন আছেন আইসিইউতে। কোমায় চলে গিয়েছিলেন অভিনেত্রী। একটি কিডনি অকেজো হয়ে গেছে তার। এই অবস্থায় বাসন্তী পাশে পাননি তার ছেলেমেয়েদের।বিষয়টি নিয়ে বাসন্তীর গাড়িচালক মলয় চাকী জানান, এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। তখন হাসপাতালের বিল হয়েছিল ২ লাখ টাকা মতো। বন্ধু-বান্ধবের থেকে টাকা ধার করে হাসপাতালের বিল মিটিয়ে ছিলাম। তবে বাসন্তী দেবী হাসপাতাল থেকে ফিরে সব ধার শোধ করেছিলেন।গাড়িচালক আরও জানান, প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার সময় বাড়ি থেকে একমাত্র জামাই একদিন দেখা করতে এসেছিলেন। একদিন এসেছিলেন পুত্র ও পুত্রবধূ। তবে এবার আর কাউকে পাশে পাননি অভিনেত্রী। শেষে গাড়ি চালক মলয় তাকে হাসপাতালে ভর্তি করান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner