বাংলাদেশ ০৯ মার্চ ২০২৪

জাতীয় পার্টির সম্মেলন আজ

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ রওশন এরশাদের ডাকা জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলন নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। প্রয়াত এরশাদকে নিয়ে নকুল কুমার বিশ্বাসের গান উৎসব ও আবেগঘন পরিবেশ তৈরি করছে আইইবি চত্বরে।শনিবার (৯ মার্চ) দুপুর ১২ টা নাগাদ রওশন এরশাদ সম্মেলন স্থলে এসে উপস্থিত হতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তারপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে সম্মেলনের কাজ। পার্টির শীর্ষ নেতাদের মধ্যে সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ, সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাইদুর রহমান টেপা, ঢাকা উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টুসহ অনেকে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টি (জেপি) মহাসচিব সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম।প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় রায় বলেছেন, সারাদেশ থেকে ৫ হাজার কাউন্সিলর ও ডেলিগেট সম্মেলনে যোগ দেবেন। ইতোমধ্যে অনেকেই সম্মেলন স্থলে এসে উপস্থিত হয়েছেন।এরশাদের মৃত্যূর পর থেকেই নানা রকম টানাপোড়েনের মধ্যদিয়ে যাচ্ছে দেবর-ভাবির (জিএম কাদের ও রওশন এরশাদ) সম্পর্ক। এরশাদের মৃত্যূতে শূন্য হওয়া বিরোধীদলীয় নেতার পদ নিয়ে প্রথম বিরোধ দেখা দেয়। দেবর-ভাবি পৃথকভাবে নিজেকে বিরোধীদলীয় নেতা করার জন্য স্পিকারকে চিঠি দিয়েছিলেন বিগত সংসদে। শেষ পর‌্যন্ত রওশন এরশাদকে বহাল করেন স্পিকার। আরও কতগুলো ইস্যুতে তাদের মধ্যে টানাপোড়েন ছিল।কিন্ত গত সংসদ নির্বাচনে রওশন এরশাদ এবং তার সন্তানকে পার্টি থেকে মনোনয়ন না দেওয়া অম্লমধুর সম্পর্ক এখন সাপে-নেউলে রূপান্তরিত হয়েছে।গত ২৮ জানুয়ারি রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেন। একইসঙ্গে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন। রওশন দাবী করেছেন তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালের ডিসেম্বরে। দলটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। নির্ধারিত সময়ে নির্বাচন করতে না পারায় ইসির কাছে একাধিক দফায় সময় চেয়ে নিয়েছিল জাপা। সেই সময়ও গত হয়েছে কয়েক মাস আগেই, কিন্তু কাউন্সিল করতে পারেনি জাতীয় সংসদের প্রধান বিরোধীদলের আসনে থাকা দলটি।আর এই সুযোগটি কাজে লাগাতে চাচ্ছেন রওশন এরশাদ। হঠাৎ করেই একতরফাভাবে জাতীয় পার্টির কাউন্সিল ডাকেন রওশন এরশাদ। এরপর বর্ধিতসভাসহ নানান কর্মসূচি পালন করা হয়েছে রওশন এরশাদকে সামনে রেখে। রওশন এরশাদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া সিনিয়র বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে ইতিমধ্যেই বহিস্কার করা করেছেন জিএম কাদের।রওশনপন্থীরা শুধু পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবকে মানতে চাইছেন না। আর অন্যান্য সকল কমিটিকে তাদের কমিটি বলে দাবী করে আসছেন। তারা বলতে চাইছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল জেলা-উপজেলা কমিটি তাদের সঙ্গে রয়েছে। তারা কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner