নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসের জামিন মঞ্জুর করেছেন আদালত।রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালতে ড. মুহাম্মদ ইউনূস আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।এর আগে এদিন সকালে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন।আদালতে হাজিরা দিতে এর আগে বেলা সোয়া ১টার দিকে আদালত প্রাঙ্গণে যান ড. ইউনূস। সেখানে স্টার হোটেলে নাস্তা করেন। এরপর সোয়া ২টার দিকে তিনি আদালতে প্রবেশ করেন।