বাংলাদেশ ২০ ফেব্রুয়ারী ২০২৪

কারামুক্তির পর খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের প্রথম সাক্ষাৎ

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ প্রায় সাড়ে তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করেছেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এ সময় বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে দীর্ঘ সময় নানা বিষয়ে আলোচনা হয়।সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় যান ফখরুল। প্রায় এক ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই বৈঠকের তথ্য নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার শারীরিক খোঁজ নিতে এসেছিলেন বিএনপি মহাসচিব। এ সময় দুই নেতার মধ্যে বিএনপির আন্দোলনসহ নানা বিষয়ে কথা হয়েছে।গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হন বিএনপি মহাসচিব। প্রায় সাড়ে তিন মাস কারাভোগের পর গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জামিনে মুক্তি পান ফখরুল। এদিকে খালেদা জিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি বাসায় ফিরেছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner