নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও এলেসান্দ্রো জানিয়েছেন, তারা আরও বাংলাদেশিকে তাদের দেশে নিয়োগ দিবে। তবে তা হতে হবে বৈধ উপায়ে। বর্তমানে প্রায় ২ লাখ বাংলাদেশি দেশটিতে রয়েছেন।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা প্রকাশ করেন তিনি।ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ বলে অভিহিত করে আন্তোনিও বলেন, প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসী সেখানে রয়েছেন, যারা দু’দেশের অর্থনীতিতেই ইতিবাচক ভূমিকা রাখছে।এসময় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চামড়াজাত পণ্য, অটোমোবাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালির সহযোগিতা কামনা করেন।বৈঠকে উপস্থিত উভয় পক্ষ ইতালিতে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফর ও ২০২৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের সাইডলাইনে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের কথা স্মরণ করেন।পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে রাষ্ট্রদূত যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন।এদিকে, বিভিন্ন দেশ থেকে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেবে ইতালি সরকার। দেশটিতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে, নার্স, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবা খাতের কর্মীদের। ইরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশ থেকে কর্মী নিতে দেশটি এরইমধ্যে কাজ শুরু করেছে। ২০২৭ সালের মধ্যে ১০টি খাতে দক্ষ কর্মী নেওয়া হবে। এমন উদ্যোগ বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা।