নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বিশ্বের ১১১টি শহরের তালিকায় বায়ু দূষণে আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে আজ ঢাকার বাতাসের স্কোর ২৩২। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকালও ২০০ এর বেশি স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। একইসময়ে ২৬৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি। ভারতের অপর শহর কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। শহরটির স্কোর ২৩৫। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও ভারতের মুম্বাই। এয়ার কোয়ালিটি ইনডেক্সে শহর দুটির স্কোর যথাক্রমে ২১১ ও ২১০। আজ তালিকার শীর্ষ ৫টি শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।হাতুড়িপেটায় স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীরহাতুড়িপেটায় স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।