আন্তর্জাতিক ১২ ফেব্রুয়ারী ২০২৪

ভারতীয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ গুপ্তচরকে ছেড়ে দিয়েছে কাতার

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

কাতার: গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার।ভারত সরকার বলছে, ওই ৮ কর্মকর্তার মধ্যে ৭ জন দেশে ফিরেছেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।মুক্তি পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তারা হলেন, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা।প্রতিবেদনে বলা হয়, মুক্তি পাওয়া ৮ জনকে স্বাগত জানিয়েছে ভারত সরকার। এজন্য কাতারের আমিরকে কৃতজ্ঞতা জানিয়েছে দেশটি। এদিকে দেশে ফেরা নৌবাহিনীর সাবেক এসব কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে আট ভারতীয় ২০২২ সালের অক্টোবরে কাতারে গ্রেপ্তার হন। পরে দেশটির আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner