যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র ০৬ ফেব্রুয়ারী ২০২৪

ক্যান্সারে আক্রান্ত রাজা চার্লস

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

লন্ডনঃ বৃটেনের রাজা কিং চার্লসের শরীরে ক্যান্সার ধরা পড়েছে। ব্রিটিশ রাজ পরিবারের প্রাসাদ ব্যাকিংহাম প্যালেস থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার রাজার নিয়মিত চিকিৎসা পরীক্ষার পরেই বাকিংহাম প্যালসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।এরই মধ্যে তিনি চিকিৎসাও শুরু করেছেন।সম্প্রতি ব্রিটেনের রাজার প্রোস্টেট ক্যান্সারের জন্য চিকিৎসা নিচ্ছেন বলে খবর প্রকাশ হলেও ব্রিটিশ রাজ পরিবার বলছে তার শরীরে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েনি। তবে ঠিক কী ধরণের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা চার্লস- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি বাকিংহাম প্যালেস।ধারণা করা হচ্ছে সম্প্রতি চিকিৎসা নিতে গিয়েই তার শরীরে ক্যান্সারের রোগ বাসা বাঁধার বিষয়টি শনাক্ত করা হয়েছে।তবে ক্যান্সার ঠিক কোন স্তরে ধরা পড়েছে সেটিও নিশ্চিত করা হয়নি।ব্যাকিংহ্যাম প্যালেসের সে বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজা মানসিকভাবে শক্ত  এবং  চিকিৎসার জন্য পুরোপুরি ইতিবাচক রয়েছেন।সুস্থ হয়ে আবার নিজ দায়িত্বে ফেরার প্রত্যয়ও ব্যক্ত করেছেন কিং চার্লস।তবে জনসমাগমে রাজা এখন আর আসবেন না বলে বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া রাজা চার্লসের ক্যান্সার কোন স্তরে আছে তা নিয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশের পরেই তার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এক্সে বলেছে, পুরো দেশ রাজার সুস্থতা প্রার্থনা করবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।উল্লেখ, দীর্ঘ ৭০ বছর দায়িত্ব পালন করা  রানী দ্বিতীয়  এলিজাবেথের মৃত্যুর পর গত বছরের ৬ই মে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner