বাংলাদেশ ০৩ ফেব্রুয়ারী ২০২৪

জাতির পিতার সমাধিসৌধে কোস্টগার্ড মহাপরিচালকের শ্রদ্ধা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ বাংলাদেশ কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।আজ শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদির পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বাঙালির শৃংখল মুক্তির মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।এ সময় কোস্টগার্ডের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। বেজে ওঠে বিউগল। প্রদান করা হয় সশস্ত্র সালাম।অতঃপর পবিত্র সূরা ফাতেহা পাঠ করে তিনি বিশেষ মোনাজাতে অংশ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করেন। সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষ কোস্টগার্ড মহাপরিচালক  বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় কোস্টগার্ড সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা, জোনাল কমান্ডার পশ্চিম জোন ও অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner