নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এই জয়ে সুপার সিক্সে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের যুবারা। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে বাংলাদেশ। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে দ্বিতীয়স্থানে আয়ারল্যান্ড। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।ব্লুমফন্টেইনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ষষ্ঠ ওভারে আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়া পেসার মারুফ মৃধা। রায়ান হান্টারকে ৯ রানে শিকার করেন মারুফ। এরপর আয়ারল্যান্ডের উপর চাপ সৃষ্টি করেন বাংলাদেশের দুই স্পিনার শেখ পারভেজ জীবন ও রাফি উজ্জামান রাফি। জীবন ২ ও রাফির ১ উইকেট শিকারে দলীয় ১শর আগেই চার ব্যাটারকে হারায় আয়ারল্যান্ড। পঞ্চম উইকেটে ৯৮ বলে ৮২ রানের জুটি গড়ে আয়ারল্যান্ডকে খেলায় ফেরান কাইয়ান হিল্টন ও স্কট ম্যাকবেথ। ২৭ রানে ম্যাকবেথ থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন হিল্টন। ৪৯তম ওভারে হিল্টনকে ব্যক্তিগত ৮৯ রানে আউট করেন মারুফ। শেষ পর্যন্ত বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ পায়নি আয়ারল্যান্ড। ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করে আইরিশরা। বাংলাদেশের মারুফ ৪৪ রানে ও জীবন ৫৪ রানে ২টি করে উইকেট নেন। ১টি করে শিকার করেন রোহানাত দৌলা বর্ষন, রাফি ও অধিনায়ক রাব্বি।জবাবে বাংলাদেশকে ১১৬ বলে ৯০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। শিবলি ৪৪ ও সিদ্দিক ৩৬ রান করে আউট হন। দারুন সূচনার পর পরের তিন জুটিতে ১৭, ২১ ও ২ রান আসে। তবে চতুর্থ উইকেটে ১১৬ বলে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১৯ বল বাকী রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস। আহরার ৩টি চার ও ১টি ছক্কায় ৬৩ বলে অপরাজিত ৪৫ এবং শিহাব ৫টি বাউন্ডারিতে ৫৪ বলে অনবদ্য ৫৫ রান করে ম্যাচ সেরা হন।আগামী ২৬ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।