স্বাস্থ্য ২২ জানুয়ারী ২০২৪

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩০

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে গত এক দিনে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।আজ সোমবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।চলতি বছরের প্রথম ২২ দিনে এডিস মশাবাহিত রোগটিতে মারা গেছেন ১৪ জন। দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ৮৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১০ জন ও ঢাকার বাইরে ৫৭৩ জন।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যারা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ৪ জন ঢাকা মহানগরে এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৭ জন।দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৪৬ জন ঢাকায় এবং ১০৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তবে ২০২৩ সালে জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। যা ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। ২০২৩ সালে সারাদেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার আটজন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। এ যাবৎকালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন মানুষ মশাবাহিত রোগটিতে মারা গেছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner