আন্তর্জাতিক ১৮ জানুয়ারী ২০২৪

২০৩৬ অলিম্পিক আয়োজনের বিড থেকে সড়ে দাঁড়ালো মেক্সিকো

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

মেক্সিকো সিটি: ২০৩৬ অলিম্পিক আয়োজনের  বিড থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দিয়েছে মেক্সিকো। প্রায় অর্ধ শতকেরও বেশী সময় পরে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের স্বাগতিক হবার একটি আগ্রহ তাদের মধ্যে দেখা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে তারা সড়ে এসেছে। মেক্সিকান অলিম্পিক কমিটির প্রধান হোসে আলকালা গণমধ্যমে বিষয়টি  নিশ্চিত করেছেন।এ সম্পর্কে আলকালা বলেন, ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)’র সাথে আমরা এ ব্যপারে কথা বলেছি। আমরা উপলব্ধি করেছি বিডে প্রতিদ্বন্দ্বীতা করা বেশ কঠিন।’তার পরিবর্তে ইয়ুথ অলিম্পিক গেমসের বিডে মেক্সিকো অংশ নিবে বলে আলকালা নিশ্চিত করেছেন।এর আগে আলকালা ও তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী মার্সেলো এবরার্ড ২০২২ সালের অক্টোবরে মেক্সিকোর ২০৩৬ অলিম্পিকের বিডে অংশ নেবার ঘোষনা দিয়েছিলেন। এনিয়ে দ্বিতীয় বারের পর গ্রীষ্মকালীণ অলিম্পিক আয়োজনের সুযোগ এসেছিল লাতিন আমেরিকার দেশটির সামনে। এর আগে ১৯৬৮ সালে মেক্সিকো সিটিতে প্রথমবারের মত অলিম্পিক আয়োজিত হয়েছিল। সমুদ্র পৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা প্রায় ২২৪০ মিটার উপরে।২০৩৬ অলিম্পিক আয়োজনের  বিডে অংশ নিতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে ভারত, ইন্দোনেশিয়া, পোল্যান্ড ও তুরষ্ক।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner