কমিউনিটি ১৬ জানুয়ারী ২০২৪

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চিলড্রেন্স সার্ভিসেস সম্পর্কে মতামত দিন

post

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আর্লি হেল্প এবং চিলড্রেন এন্ড ফ্যামিলিজ সার্ভিসেস (প্রাথমিক সহায়তা এবং শিশু ও পরিবার পরিষেবাগুলি) কে আরো উন্নত করতে এর ব্যবহার সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা কাউন্সিলকে জানাতে বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটসে জন্ম থেকে ১৯ বছর বয়সী এবং বিশেষ শিক্ষাগত প্রয়োজন রয়েছে এমন ক্ষেত্রে ২৫ বছর পর্যন্ত শিশুদের জন্য এবং প্রতিবন্ধী ও তাদের পরিবারের জন্য কাউন্সিল বিভিন্ন ধরনের সেবা বা সার্ভিস অফার করে থাকে।

চিলড্রেন্স সার্ভিসেস সম্পর্কিত একটি জনমত সমীক্ষা ২৬ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত খোলা থাকবে। সমীক্ষায় ব্যবহৃত সকল তথ্য জিডিপিআর অনুসরণ করে সংরক্ষণ রাখা হবে এবং ফলাফলগুলি আমাদের পরিষেবাগুলিকে উন্নত করতে ব্যবহার করা হবে। https://forms.office.com/e/eXExwq8R2J  — এই ওয়েব ফর্মে সমীক্ষার প্রশ্নপত্র সহজেই পূরণ করতে পারবেন।  



 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner