মোঃ অহিদুজ্জামান রুমু : নির্বাচনের নামে প্রহসন, ভোটাধিকার হরণ ,গণতন্ত্র রক্ষা ও সরকারের ক্ষমাহীন ব্যর্থতার প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে আজ ৯ জানুয়ারী, মঙ্গলবার দুপুর ২.০০ টায়।লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে (28 Queen ‘s Gate, South Kensington, SW7 5JA, London / (Nearest Tube Station: Gloucester Road Station / District Line) প্রবাসী বাংলাদেশী কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভার পৃষ্ঠপোষকতায় থাকবে মানবাধিকার সংস্থা VOICE TO SAVE BANGLADESH’ মিডিয়া পার্টনার tv19online.
দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে বাংলাদেশের সকল রাজবন্দীদের মুক্তি, মানবাধিকার পরিস্থিতির অবনতি, রাজনৈতিক বিপর্যয় ,গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে করণীয় কি, সে বিষয়ে ঘোষনা করা হবে বলে যায় এই মুক্তমঞ্চ থেকে ।
আন্তর্জাতিক মিডিয়ার উপস্থিতিতে দেশ প্রেমিক সকল প্রবাসী রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিকবৃন্দ সহ সকল প্রবাসী বাংলাদেশী উক্ত মুক্তমঞ্চে মুক্ত আলোচনার মাধ্যমে তাদের নিজ নিজ মতামত তুলে ধরবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
যে কোন তথ্যের জন্য মোঃ অহিদুজ্জামান 07734579994 ও এই ইমেইলঃ rumusat@gmail.com এ যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।