বাংলাদেশ ০৩ জানুয়ারী ২০২৪

যেখানেই অনিয়ম, সেখানেই অ্যাকশন: ইসি রাশেদা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে যেখানে সহিংসতা হবে সেখানেই নির্বাচন কমিশন অ্যাকশনে যাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।তিনি বলেন, নির্বাচন চলাকালে যেকোনো অনিয়ম দেখলেই অ্যাকশনে যাওয়া হবে। প্রয়োজনে ভোট বাতিল করা হবে। কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।আজ বুধবার ইসি ভবনে তিনি এ কথা বলেন।ইসি রাশেদা বলেন, আমাদের যতগুলো আয়োজন সব আয়োজনের মূল্য উদ্দেশ্য শান্তি-শৃঙ্খলার সঙ্গে ভোট পরিচালনা করা। পরিবেশ সুন্দর করার জন্য ও সবাই যাতে অবাধ ও সুুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্যই সেনাবাহিনী নামানো হয়েছে। আমরা যতটুকু বাইরের পরিবেশ দেখেছি তাতে মনে হয়েছে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে।দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, সেটা বলার সময় এখনো আসেনি। তবে আমরা নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করছি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner