বাংলাদেশ ০৩ জানুয়ারী ২০২৪

গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্বে সেনাবাহিনী মোতায়েন

পটুয়াখালী গলাচিপার আরো খবর

post

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্ব পালন করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে স্ট্রাইকিং ফোর্স এর দায়িত্বে মাঠে নেমেছে সেনাবাহিনী। লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাস ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি হতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান এর নেতৃত্বে ৬৬ জন সদস্যের একটি টিম গলাচিপা উপজেলার বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত গলাচিপায় স্ট্রাইকিং ফোর্স হিসিবে সেনাবাহিনী উপস্থিতি থাকবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়। নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি’র মতো বাহিনীগুলোর সাথেই গলাচিপায় দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। অতীতেও নির্বাচনের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত ও তৎপর রয়েছে।  


গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট-ব্যানারের ছড়াছড়ি, সর্বত্র উৎসবের আমেজ

পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার, লিফলেট, ব্যানারের ছড়াছড়ি দেখা গেছে উপজেলার সকল ইউনিয়ন ও শহরে। এতে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনী মাঠ পর্যবেক্ষণে এ চিত্র উঠে এসেছে। দ্বাদশ জাতীয় সংসদ ঘিরে উপকূলীয় উপজেলা গলাচিপার সর্বত্র ব্যাপক উৎসব উদ্দীপনা বিরাজ করছে। বাঙালী জাতি হিসেবে উৎসব প্রিয় জাতি। যেকোন একটা উপলক্ষ পেলেই মেতে উঠে আনন্দ-উল্লাসে। এই আনন্দের কারণেই হয়তো শত অভাব অনটনের মধ্যে থেকেও গ্যালারিতে বসে বলে উঠতে পারি ‘হাউজ দ্যাট’। আবার প্রতিহিংসার বিপরীতে দাঁড়িয়ে গর্জে উঠে বলতে পারি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে বাঙালী জাতি পেয়ে গেছে এমনই একটি উৎসব। এ উৎসব এখন ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামের আনাচে-কানাচে, হাট-বাজারের চায়ের দোকান পর্যন্ত। ‘ভোট’ নামক এ উৎসবে রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রম ও পেশাজীবী সংগঠনের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষও শামিল হচ্ছে আলোচনায়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে দোকানে চলছে ভোটের আলাপ। যে কারণে পুরো উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে। মিছিল মিটিং, কেন্দ্র কমিটি গঠন, মহিলা সমাবেশ, উঠান বৈঠক কি নেই কর্মসূচীতে। ঘরে ঘরে গিয়ে ভোটও চাওয়া হচ্ছে। সাধারণ মানুষের মুখে মুখে এখন শুধুই ভোটের কথা। বিগত বছরে সরকার কি কি উন্নয়ন করেছে, কেমন ছিল এলাকার সাধারণ মানুষ, জীবন যাত্রার মানের উন্নয়ন হয়েছে কিনা এসবই এখন আলোচনার বিষয়। ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই বৃদ্ধি পাচ্ছে। প্রার্থীদের দম ফেলানোর একটু ফসরৎ নেই। মাঠ চষে বেড়াচ্ছন সকল প্রার্থীরা। সাধারণ মানুষের ভোটকে নিজের পক্ষে নিতে দিচ্ছেন বিভিন্ন ধরণের আশ^াস। বিশেষ করে উপজেলার উন্নয়নের কথাই বলছেন তারা। পোস্টার, ব্যানার, লিফলেট দেখে শিশু ও বৃদ্ধরাও শামিল হচ্ছেন এই আনন্দে। উপজেলার সর্বত্র আনন্দের বন্যা বইছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা, স্বতন্ত্রী প্রার্থী ঈগল মার্কার আবুল হোসেন, জাতীয় পার্টির সমর্থিত লাঙ্গল মার্কার প্রার্থী মো. নজরুল ইসলাম, এছাড়া এ ওয়াই এম কামরুল ইসলাম টেলিভিশন, মো. ছাইফুর রহমান আম ও মো. নুরে আলম একতারা মার্কা নিয়ে লড়ছেন। এ আসনে ছয়জন প্রার্থীই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। 

গলাচিপায় নৌকায় ভোট দিয়ে জনগণ দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করবে : এসএম শাহজাদা

পটুয়াখালীর গলাচিপায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জনগণ দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করবে-বললেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। এ সময় বক্তারা বলেন, গলাচিপা ও দশমিনার উপজেলার মানুষ শান্তি প্রিয় মানুষ। শান্তির পথে থেকে দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করতে নৌকায় ভোট দিবে। গত ৫ বছর এ আসনের শান্তিপ্রিয় মানুষ চাঁদাবাজি ও হয়রানী থেকে মুক্ত ছিল। সকল ধরণের সন্ত্রাস ও শালিস বাণিজ্য বন্ধে এসএম শাহজাদার ভূমিকা ছিলো প্রশংসনীয়। তাই এবারের নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে সাধারণ মানুষ শান্তির পক্ষে থাকবে। এ সময় বক্তারা হাজারো মানুষের উপস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সম্ভবনা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মস্তফা খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, সহ-সভাপতি হারুন-অর রশিদ, রেজাউল করিম, কাশিনাথ দত্ত, বণিক সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি শংকর দাস, কালিবাড়ি কমিটির সভাপতি দিলিপ বনিক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাঈনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner