আন্তর্জাতিক ০২ জানুয়ারী ২০২৪

দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতার গলায় ছুরিকাঘাত

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

সিউল: দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতা লি জায়ে-মিউং মঙ্গলবার বন্দর নগরী বুসানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হামলার শিকার হয়েছেন। বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ এ কথা জানিয়েছে।ইয়োনহাপ বলেছে, লির গলায় ছুরিকাঘাত করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে লিকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এ সময় কে বা কাহারা তার গলায় ছুরিকাঘাতের স্থানে রুমাল চেপে ধরেছে।টিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে লিকে একটি বস্তু দিয়ে তার গলায় আঘাত করেছে। উপস্থিত লোকজন তাকে সাহায্য করার জন্য ছুটে আসার সাথে সাথে লিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়।ইয়োনহাপ জানায়, লিকে হাসপাতালে নেওয়ার সময় সচেতন ছিলেন এবং অজ্ঞাতনামা হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।ডেমোক্রেটিক পার্টির  প্রধান লি গত বছর প্রেসিডেন্ট পদে রক্ষণশীল ইউন সুক ইওলের কাছে হেরে যান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner