আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
কিয়েভ,ইউক্রেন: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা অঞ্চল ও পূর্বাঞ্চলীয় নগরী দোনেতস্কে রুশ হামলায় পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে মস্কো ও কিয়েভের মধ্যে সংঘর্ষ ক্রমশ বেড়ে যাওয়ায় এসব হত্যাকান্ডের ঘটেছে।সংবাদ সংস্থা তাস দোনেতস্কের প্রধান ডেনিস পুশিলিনকে উদ্ধৃত করে জানায়, সোমবার দিবাগত রাত ২টায় প্রাথমিকভাবে চারজন নিহত ও ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এএফপি’র।ওদেসায় স্থানীয় গভর্নর ওলেগ কিপার জানান, রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছে।