আন্তর্জাতিক ৩০ ডিসেম্বর ২০২৩

গায়ানার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ, ভেনিজুয়েলার সাথে উত্তেজনা আরো তীব্র

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

কারাকাস:  গায়ানা উপকূলে শুক্রবার এসে পৌঁছেছে ব্রিটিশ যুদ্ধজাহাজ। এ কারণে ভেনিজুয়েলার সাথে আঞ্চলিক বিরোধ আরো তীব্রতর হচ্ছে। তেলসমৃদ্ধ এসেকুইবো অঞ্চল নিয়ে ভেনিজুয়েলা ও গায়নার মধ্যে বিরোধ চলছে। উভয়দেশই অঞ্চলটির দাবিদার। এদিকে ব্রিটেন তার সাবেক ঔপনেবিশেকের সমর্থনে যুদ্ধ জাহাজ পাঠানোর প্রতিক্রিয়ায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার পাঁচ হাজার ৬শ’রও বেশি সৈন্যকে গায়ানা সীমান্তে একটি প্রতিরক্ষামূলক মহড়ায় অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন।ব্রিটেন ভেনিজুয়েলার এই সামরিক মহড়াকে অযৌক্তিক এবং তা বন্ধ করার দাবি জানিয়েছে।লন্ডন তার টহল জাহাজ এইচএমএস ট্রেন্টকে গায়ানায় পাঠানোকে ‘আটলান্টিকে তার টহল কাজে  ওই অঞ্চলে একের পর এক যুদ্ধজাহাজ পাঠানোর’ অংশ হিসেবে বর্ণনা করেছে। উভয় দেশের সাথে সীমান্ত থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা শুক্রবার উভয়পক্ষকে সংযম এবং সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।ক্যারিবিয়ায় চলতি মাসের প্রথম দিকে মাদুরো এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী এক বৈঠকে বসে বিরোধ নিষ্পত্তিতে বলপ্রয়োগ না করার অঙ্গীকার করে একটি চুক্তি করেছিলেন।ব্রাজিলের প্রেসিডেন্ট সে চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্যে উভয় দেশের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner