বাংলাদেশ ৩০ ডিসেম্বর ২০২৩

৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার আহ্বান রিজভীর

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ আসন্ন ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে, এটি একতরফা নির্বাচন, অবৈধ নির্বাচন, ভাওতাবাজির নির্বাচন, জনণের সঙ্গে প্রতারণার নির্বাচন ও ভোটারদের সঙ্গে প্রতারণা করার নির্বাচন।শনিবার (৩০ ডিসেম্বর) সকালে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরি করতে রাজধানীতে লিফলেট বিতরণ শেষে এ কথা বলেন তিনি। এ দিন রিজভীর নেতৃত্বে উত্তরায় লিফলেট বিতরণ করেন নেতা-কর্মীরা।বিএনপি নয়, আওয়ামী লীগ সন্ত্রাসী দল উল্লেখ করে রিজভী বলেন, আন্দোলনকে ভিন্নখাতে নিতে মানুষ পুড়িয়ে মারে আওয়ামী লীগের লোকেরা, সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা। কয়দিন আগে ভোলায় বোমা বানাতে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী মারা গেছে। বিভিন্ন স্থানে পেট্রোল বোমাসহ হাতে নাতে ধরা পড়েছে যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা। আর দায় চাপাচ্ছে বিএনপির ওপর।তিনি আরও বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে ক্ষমতাসীন দলের লোকেরা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায় চাপিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। এখনও আদালতকে হুকুম দিয়ে গণহারে সাজা দেওয়া হচ্ছে। আসলে প্রধানমন্ত্রী বিরোধীদলকে নির্মূল করে চিরদিন ক্ষমতা আকঁড়ে রাখেতে চান। কিন্তু জনগণ তা হতে দেবে না।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner