বাংলাদেশ ২৬ ডিসেম্বর ২০২৩

ইসলামী আন্দোলনের ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ একতরফা নির্বাচন বর্জনের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, একতরফা নির্বাচন বর্জনের লক্ষ্যে আগামী ২৭ থেকে ৩০ ডিসেম্বর গণসংযোগ ও প্রচারণা চালানো হবে।এ ছাড়া নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন।উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner