আন্তর্জাতিক ২৩ ডিসেম্বর ২০২৩

বাইডেন ৮৮৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলে স্বাক্ষর করেছেন

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

যুক্তরাষ্ট্রঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী অর্থ বছরের জন্য শুক্রবার ৮৮৬.৩ বিলিয়ন ডলারের পরিমাণে অর্থবছর ২০২৪ (১অক্টোবর থেকে শুরু) জাতীয় প্রতিরক্ষা বিল অনুমোদন আইনে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। খবর তাস’র।বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আইনটি মূলত প্রতিরক্ষা বিভাগ, জ্বালানি, জাতীয় নিরাপত্তা কর্মসূচি, পররাষ্ট্র বিভাগ এবং গোয়েন্দা সম্প্রদায়ের জন্য অর্থবছরের বরাদ্দ অনুমোদন দেয়।বিলটি ১৪ ডিসেম্বর কংগ্রেস এবং ১৩ ডিসেম্বর সিনেট সবুজ সংকেত দিয়েছিল। এই বিলের মধ্যে ইউক্রেনের জন্য ৮০ কোটি ডলারের সাহায্যও রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner