আন্তর্জাতিক ২১ ডিসেম্বর ২০২৩

চীনে খনি দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি

post

আন্তজার্তিক ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

সাংহাই: চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি খনি দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ও অপর ১৩ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ কথা জানায়।রাষ্ট্রীয় সম্প্রচারকারী ‘সিসিটিভি’ জানায়,বুধবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫০মিনিটে হেইলংজিয়াং প্রদেশের জিক্সি নগরীর উপকণ্ঠে একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।বৃহস্পতিবার সিসিটিভি জানায়, সিসিটিভি বৃহস্পতিবার বলেছে, দুর্ঘটনায় খনির খাদে একটি যানবাহন পড়ে গেলে ‘১২ জনের মৃত্যু ও ১৩ জন আহত হয়। আহতদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে’। সিসিটিভি জানিয়েছে, ‘দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীনে ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছে।নভেম্বরে, হেইলংজিয়াংয়ের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।সেপ্টেম্বরে, দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে আগুনে ১৬ জন নিহত হয়।ফেব্রুয়ারিতে, উত্তর ইনার মঙ্গোলিয়া অঞ্চলের প্রত্যন্ত এবং কম জনবসতিপূর্ণ আলক্সা লীগে ১৮০ মিটার-উচ্চ (৫৯০-ফুট) ঢালে একটি কয়লা খনি আংশিকভাবে ধসে পড়লে ধ্বংসস্তুপের নিচে কয়েক ডজন মানুষ ও যানবাহন চাপা পড়ে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner