বাংলাদেশ ১৭ ডিসেম্বর ২০২৩

রাষ্ট্রীয় শোক থাকায় হরতাল পেছালো বিএনপি

post

নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন

ঢাকাঃ কুয়েতের আমির মারা যাওয়ায় তার সম্মানে বিএনপি হরতাল কর্মসূচি পিছিয়েছে।কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মৃত্যুর কারণে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর সম্মানার্থে সোমবারের হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই ঘোষণা করেন।এর আগে আগামী ১৮ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner