নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ বাংলাদেশের ওপর পশ্চিমা বিশ্বের যেকোন নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে রাশিয়া। নিষেধাজ্ঞা দিলেও তাতে বাংলাদেশের কিছু হবে না। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।তিনি বলেন, গাজায় যখন মানুষ মারা যায় তখন পশ্চিমারা কিছু বলেন না, অথচ ইউক্রেনে কিছু হলে পত্রিকায় আর্টিকেল প্রকাশ করা হয়। বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের এ আচরণ, দ্বিচারিতা ছাড়া আর কিছুই না বলেও মন্তব্য করেন তিনি।এছাড়াও বঙ্গবন্ধু স্যাটালাইট-২ নিয়ে রাশিয়া বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি।