নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
বিনোদনঃ পাঁচ বছরের সংসারে ইতি টানছেন দুই কোরীয় কে-পপ তারকা চোই মিন হোয়ান ও ইউহি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে চোইয়ের এজেন্সি এফএনএস এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, পারস্পরিক আলোচনার ভিত্তিতেই এ দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।জানা গেছে, চোই মিন হোয়ান ও ইউহির ইতিমধ্যে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।এ বিষয়ে সামাজিক মাধ্যমে চোই লেখেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি দুঃখপ্রকাশ করছি।তিনি আরও লেখেন, ‘আমি আমার পরিবার, দলের সদস্য এবং ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী। এছাড়া একজন পিতা হিসেবে আমি আমার দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা করব।অন্যদিকে ইউহি সামাজিক মাধ্যমে লেখেন, ‘অনেক সময় পরে এসে আমরা আলাদা পথে হাঁটছি। দম্পতি হিসেবে আমাদের যাত্রা এখানেই শেষ। তবে আমরা আমাদের সন্তানদের মা এবং বাবা হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। আমরা দুজনেই সক্রিয়ভাবে শিশুদের যত্ন নিচ্ছি এবং যোগাযোগ বজায় রাখছি। আমরা দুজনেই সন্তানদের দেখভাল করব।২০১৭ সালের সেপ্টেম্বরে দুজনের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপর ২০১৮ সালে বিয়ে করেন দুই কোরীয় কে-পপ তারকা চোই মিন হোয়ান ও ইউহি। তাদের সংসারে এক পুত্র ও দুই কন্যা রয়েছে।