বাংলাদেশ ১১ জানুয়ারী ২০২৩

বিমানবন্দর সড়কে যানজট, যাত্রীদের ভোগান্তি

post

ডেইলি বাংলা টাইমস: রাজধানীর বনানী থেকে আব্দুল্লাহপুরগামী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আবদুল্লাহপুরের দিকে যেতে চাওয়া গাড়িগুলো খিলক্ষেতের দীর্ঘ যানজটে আটকে আছে। এ ছাড়া অপর পাশে আব্দুল্লাহপুর থেকে বনানীর দিকে আসা গাড়িগুলো এগোচ্ছে ধীরগতিতে।


বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে যানবাহনের সারি খিলক্ষেত থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত ছাড়িয়ে যায়।


দেখা গেছে, গুরুত্বপূর্ণ বাস স্টপেজগুলোতে বহু মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।


যানজটে আটকে থাকা বাসগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। এক নারী বলেন, বনানী যেতে বাসের জন্য আধঘণ্টা ধরে অপেক্ষা করেছি। যে গাড়িগুলো আসছে সবগুলোতে ভিড়।


ফার্মগেটগামী যাত্রী আমানত আলী বলেন, বৃহস্পতিবার দিন শেষ কর্ম দিবস হওয়ার রাস্তা একটু জ্যাম থাকে। কিন্তু আজ বেশি। বিশ্ব ইজতেমা শুরু হওয়ায় উত্তরা ও এয়ারপোর্ট রোডে যানজট সৃষ্টি হয়েছে বলে জানতে পেরেছি। রাস্তা পরিবর্তন করে বাসে যাচ্ছি ফার্মগেট।


বসুন্ধরাগামী যাত্রী মো. মামুন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় অনেক যানজট। এ কারণে সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল যেতে চাইছে না। বাধ্য হয়ে উঠেছি গণপরিবহনে। এখন ভেঙে-ভেঙে যেতে হবে বসুন্ধরা।


বনানীগামী যাত্রী বেসরকারি কর্মকর্তা এসএম মুজাহিদ বলেন, সকাল থেকে রাস্তায় যানজট। সকালে আমি মিরপুর থেকে বনানীর উদ্দেশ রওনা দিয়েছিলাম। আমার পৌঁছাতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা।


বিকল্প পরিবহনের কন্ডাক্টর মো. রহমান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র এক ট্রিপ মেরেছি। রাস্তায় জ্যাম আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় আরও বাড়তে শুরু করেছে যানজট।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner