নিউজ ডেস্ক,টিভি নাইনটিন অনলাইন
স্পোর্টস ডেস্কঃ সৌম্য সরকারকে ফিরিয়ে এনে আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিলেন সৌম্য। কিন্তু নিজের সেরাটা দিতে না পারায় বিশ্বকাপ দলে সুযোগ হয়নি তার।এরপর ঘরোয়া প্রথম শ্রেনির আসর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বেশ কিছু ভাল ইনিংস খেলার সুবাদে আবার দলে ডাক পেয়েছেন সৌম্য।টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন সৌম্য। এই ফরম্যাটে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ খেলেছিলেন তিনি।নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়। বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবের পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন তিনি।তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়কত্ব করা সাকিব আল হাসান এবং দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত নেই আসন্ন সফরের দলে। ইনজুরির পর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তারা।নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে চলমান টেস্টে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্তকে। এর মানে, এখন তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক শান্ত। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল (ওয়ানডে সিরিজ) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রকিবুল হাসান।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল (টি-টোয়েন্টি সিরিজ) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
সিরিজের সূচী :
ওয়ানডে সিরিজ
১৭ ডিসেম্বর - প্রথম ওয়ানডে, ওটাগো ওভাল বিশ্ববিদ্যালয়, ডানেডিন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
২০ ডিসেম্বর - দ্বিতীয় ওয়ানডে, স্যাক্সটন ওভাল, নেলসন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
২৩ ডিসেম্বর - তৃতীয় ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
টি-টোয়েন্টি সিরিজ
২৭ ডিসেম্বর - প্রথম টি-টোয়েন্টি, ম্যাকলিন পার্ক, নেপিয়ার (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে শুরু)
২৯ ডিসেম্বর- দ্বিতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে শুরু)
৩১ ডিসেম্বর- তৃতীয় টি-টোয়েন্টি, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু)